৩৪শ’ বছর পূর্বের তলোয়ার পাওয়া গেলো কবরে!

ডেষ্ক রিপোর্টঃ  জার্মানির বাভারিয়া অঞ্চলে পাওয়া গেছে তিন হাজার বছরেরও বেশি পুরোনো ব্রোঞ্জের একটি তলোয়ার। বাভারিয়ার ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ (বিএলএফডি) বিষয়ক কার্যালয় জানিয়েছে, তলোয়ারটি খ্রিষ্টপূর্ব ১৪ শতকের শেষ দিক। সে হিসেবে এর বয়স ৩৪০০ বছর অর্থাৎ ব্রোঞ্জ যুগের মাঝামাঝি সময়ের। তারপরেও তলোয়ারটি এতটাই ভালোভাবে সংরক্ষিত রয়েছে যে এটি এখনো চকচক করছে। সিএনএন জানিয়েছে, গত সপ্তাহে … Continue reading ৩৪শ’ বছর পূর্বের তলোয়ার পাওয়া গেলো কবরে!